কর্মী-সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ তৈমূরের

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ১:৫৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
কর্মী-সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ তৈমূরের

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। একইসঙ্গে ইভিএম নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) সকালে ভোট দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এমন অভিযোগ করেন। এদিন সকাল ৯টা পর্যন্ত তার দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তৈমূর বলেন, বরাবরের মতোই পুলিশ আমার কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। আমার কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অসৌজন্যমূলক আচরণ করছে। কর্মী-সমর্থকদের গ্রেফতার করছে। পুলিশের কাছে সহযোগিতা চাই।

ইভিএম প্রসঙ্গে তৈমূর বলেন, মানুষ এখনো ইভিএমএ অভ্যস্ত হয়ে ওঠেনি। যে কারণে ভোটার উপস্থিতি কম। এটা আমার জন্য একটা শঙ্কার বিষয়। ইভিএম বিষয়ে ভোটারদের আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একটি কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তৈমূর। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলে ভোটের সার্বিক চিত্র ধরা পড়ত। কেউ অন্যায় কিছু করলে বা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করলে সেটা ধরা পড়ত ক্যামেরায়।

এদিন সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। ভোট দেওয়ার আগে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, পরে তোলারাম সরকারি কলেজ, সরকারি কলেজ কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তৈমূর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে