করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭

পদ্মাটাইমস ডেস্ক : গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন ৬ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার একজন। তবে, গতকালের তুলনায় বেড়েছে শনাক্তের সংখ্যা।

মৃত ৬ জনের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। আর বাকিজন ময়মনসিংহ বিভাগের। গেল ২৪ ঘন্টায় দেশের বাকি ছয় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এছাড়া গেল একদিনে দেশের ৮৪৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৯৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে দাঁড়াল।

রবিবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২২৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। ৪ ঠা ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ই ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৬ জনের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যা অপরিবর্তিত থাকলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৬৩ জন। আর মৃত্যু হয়েছে ৫২ লাখ ৬৬ হাজার ৪৩৬ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৫৪ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে