শিক্ষার্থীর মৃত্যু: রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
শিক্ষার্থীর মৃত্যু: রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাঈন উদ্দিন ইসলাম দুর্জয় নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই বিক্ষোভ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন।

বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রামপুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল রাতের ঘটনায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে আছে পুলিশ। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, গতকালের নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ৮টি বাসে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করলে শিক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়কে বাস থেকে ফেলে দেয় হেলপার। এসময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী।

তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। প্রায় ১৫ বছর রামপুরা এলাকায় বসবাস করছে তার পরিবার। স্কুল জীবন ও বাবার চায়ের দোকানে সহযোগিতা করার কারণে ওই এলাকায় বেশ পরিচিত ছিল মাঈন উদ্দিন। ছিল মেধাবী ছাত্রও।

এদিকে মাঈন উদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। বর্তমানে আহত অবস্থায় মো. সোহেল (৩৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে