অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না সড়ক আইন!

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ |
অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না সড়ক আইন!

পদ্মাটাইমস ডেস্ক : কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনের তিন বছর পেরোলেও এখনো বাস্তবায়ন হয়নি তাদের ৯ দফা দাবির বেশির ভাগ। যদিও এরই মধ্যে সড়ক আইন প্রণয়ন করেছে সরকার।

নিরাপদ আন্দোলন নেতারা বলছেন, সদিচ্ছা থাকলেও অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না আইন। আর বিশেষজ্ঞদের মতে সড়ক পরিবহন আইনের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া থামানো যাবে না মৃত্যুর মিছিল।

২০১৮ সালের ২৯ জুলাই। বাসচাপায় ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকার রাস্তায় নামে স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী। মুহূর্তেই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।

৯ দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে ও শৃঙ্খলা ফেরাতে সেসময় ৯ দফা দাবি জানায় শিশু-কিশোররা। প্রায় চার বছরেও তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি।

ফিটনেসবিহীন গাড়ি এখনো চলছে, টানা যায়নি লাইসেন্স ছাড়া চালকের লাগাম, বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এখনো নিশ্চিত হয়নি, বাস্তবায়ন হয়নি হাফ ভাড়া। আন্দোলনের মুখে শুধু সড়ক পরিবহন আইন সংশোধন হলেও তাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

আবারো সড়কে ঝরল প্রাণ। আবারও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিশু-কিশোররা। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন- অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার।

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার নিজেই বলেছে তাদের চোখ খুলে গেছে। আমরা বুঝতে পেরেছি। আমাদের কী করতে হবে আমরা এখন বুঝেছি। কিন্তু সব আবার ঘুমিয়ে গেল। আইন বাস্তবায়ন হলো না।

সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সড়কে মৃত্যু থামবে না বলে জানালেন এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. হাদিউজ্জামান। তিনি বলেন, আইন প্রয়োগের আগেই সেগুলোর অংশবিশেষ পরিবর্তন করা হয়েছে। একটি মহলের চাপে এটা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী ২০১৬ থেকে ২১ সালের আগস্ট পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৯ হাজার ৫৮৫ জন। বাস্তবে এ সংখ্যা আরও বেশি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে