ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ১০:১৬ পূর্বাহ্ণ |
ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এবারের ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন আবেদন করেছেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, নিবন্ধক প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক ও তৎপর হতে হবে।

পরের বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যান্য বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে কি-না-এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, শুধু করোনা পরিস্থিতি বিবেচনাতেই এবার আমরা ঢাকার বাইরে পরীক্ষা নিইনি, আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কষ্ট কমানো। এ অভিজ্ঞতা সামনেও কাজে লাগবে।

রাবিতে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাবির রবীন্দ্রনাথ একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৮২৪ জনের মধ্যে অংশ নেন ১ হাজার ৪৭৫ জন।

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৫৬৯ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ১৮০ জন।

শাবিতে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা : সিলেট বিভাগীয় কেন্দ্র হিসাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২৬ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৮২ শতাংশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে