বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি, ভাঙল ফ্লাড বাইপাস

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১; সময়: ১:৫৩ অপরাহ্ণ |
বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি, ভাঙল ফ্লাড বাইপাস

পদ্মাটাইমস ডেস্ক : লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় পানির তোড়ে ভেঙে গেছে ফ্লাড বাইপাস সড়কও। বুধবার (২০ অক্টোবর) ভোর ৬টা থেকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সকাল থেকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে গেছে। দুপুর ১টা নাগাদ তা বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে ফ্লাড বাইপাস সড়ক। এদিকে, উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

আকস্মিক বন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ,আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী চর দ্বীপচর ও নিচু এলাকায়। তলিয়ে গেছে এসব এলাকার রোপণকৃত ধান, আগাম আলু, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। পানি ভাটিতে নেমে আসতে একটু সময় লাগলেও বন্যার কবলে পড়ার আশঙ্কায় লালমনিরহাটের ৪ উপজেলার কমপক্ষে ১৫থেকে ২০ হাজার পরিবার।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর সময় নিউজকে জানান, সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। যে কোনো পরিস্থিতি সামলে নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে