ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১; সময়: ৯:১১ অপরাহ্ণ |
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ার করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাদের আলোচনায় উঠে আসে ‘৭৫ এর সেই নির্মম হত্যাযজ্ঞের ঘটনা।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং রংপুরের জেলে পল্লীতে আগুনের ঘটনার বিষয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনার দেশ। এখানে নিজ নিজ ধর্ম প্রতিটি মানুষ স্বাধীনভাবে পালন করবে। সংবিধানও মানুষকে সেই অধিকার দিয়েছে। আমাদের ইসলাম ধর্মেও একথা বলা আছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করতে। আমরাও চাই কেউ যেন এমন কিছু না করে। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে এটাই চাওয়া আওয়ামী লীগের।

আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে বিএনপির নানা কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই। আমার পরিবারের সবাইকে হত্যা করার পরও আমি বিচার চাইতে পারিনি। বিএনপি তাদের অগ্নিসন্ত্রাসের মাধ্যমে চলন্ত বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। যারা মানবাধিকার নিয়ে কথা বলছেন তারা যেন এই ঘটনাগুলোও ভালোভাবে দেখে।

তিনি বলেন, জিয়াউর রহমান সেনাকর্মকর্তা হয়েও জাতির পিতাকে হত্যায় সমর্থন জানানোর পাশাপাশি বহু সৈনিককে হত্যা করেছেন। একইসঙ্গে জিয়াউর রহমান সেনাবাহিনীকে শক্তিশালী করেছিল এমন মিথ্যাচার না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে