‘যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১; সময়: ১২:২৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
‘যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাভাররে ভার্কুতা ও তেঁতুলঝোড়া দুটি ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজফুলবাড়িয়া পূজা মণ্ডপে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলনে, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িকতা বিনষ্ট করার যে চেষ্টা চলছে তা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে স্বাধীন করছে। ধর্ম যার যার, দেশ সবার। তাই দেশের শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখা, উন্নয়নসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পুরোহিতদের প্রার্থনা করার আহ্বান জানান এবং নির্ভয়ে সনাতন ধর্মের লোকদের অচার-অনুষ্ঠান সম্পন্ন করার অভয় দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আওয়ামী লীগের সিনিয়র নেতা কামরুল ইসলামের পক্ষে ভার্কুতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় ৫০টি পূজা মণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। এ সময় তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে