দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ৮:৪৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৪

পদ্মাটাইমস ডেস্ক : ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬৩ জন। আর বাকি ৫১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮৯ জন। এরমধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৫৮ জন। আর সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৩১ জন।

গত ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৫১৯ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে