ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘন্টা পর ঢাকা-উত্তর-দক্ষিনাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘন্টা পর ঢাকা-উত্তর-দক্ষিনাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া রংপুর এক্সপ্রেসে ট্রেনটি সরিয়ে নেওয়ায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশনের আটকে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে গেছে।

রবিবার ঢাকা থেকে রংপুর যাবার পথে রোববার দুপুর একটার দিকে জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নং রেলব্রীজ এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

বিকেল তিনটার দিকে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়া ঢাকামুখি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সড়িয়ে নিয়ে উল্লাপাড়া স্টেশনের ২নং লাইনে রাখা হয়। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী আহসানুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি রংপুর এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নং রেলব্রীজ এলাকায় পৌছলে রবিবার দুপুর একটার দিকে ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পড়ে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পরা ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে উল্লাপাড়া স্টেশনের ২নং লাইনে রাখা হয়। এতে বিকেল তিনটার দিকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে