ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে সজীব (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টায় তার মৃত্যু হয়। সজিবের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

নিহত শ্রমিক সজীবের ভাতিজা দুখু মিয়া জানান, তারা ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নির্মাণাধীন প্রশাসনিক ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। আজ সকালে দশ তলা ভবনের আট তলার বাহির পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সজিব ও আরেক শ্রমিক শয়ন। তাদের কোমড়ে সেফটি বেল্টও ছিল। হঠাৎ মাচানের একপাশের রশি এবং কোমরের বেল্ট ছিড়ে সেখান থেকে তৃতীয় তলায় পরে যান সজিব। নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. মো. নিজামুল করিম জানান, প্রশাসনিক ভবনের বর্ধিত অংশে কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে