শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি ডাক টিকেট উদ্বোধন করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর মধ্যে আছে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেট, ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড।

এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে