করোনা শনাক্তের ৯৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত : বিএসএমএমইউ

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৯:০১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
করোনা শনাক্তের ৯৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত : বিএসএমএমইউ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সকালে কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এসময় গবেষণা প্রকল্পের প্রধান সুপারভাইজার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, দেশে করোনাভাইরাসের চারটি ধরন পাওয়ার গেছে। তবে এর মধ্যে ভারতীয় ডেল্টা ধরনের উপস্থিতি ৯৮ শতাংশ।

গবেষণায় বলা হয়, চলতি বছরের ২৯শে জুন থেকে ৩০শে জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের উপর এই গবেষণা পরিচালনা করা হয়।করোনা আক্রান্ত ৩০০ জনের জিনোম সিকোয়েন্সিং করা হয়।

গবেষণায় আরো বলা হয়, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস রয়েছে মৃত্যুর সংখ্যা বেশি। পাশাপাশি ষাটোর্ধ বয়সের রোগীদের ক্ষেত্রে দ্বিতিয়বার আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি থাকে।

  • 426
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে