টিকা ছাড়া বের হলে শাস্তি’ বক্তব্য প্রত্যাহার করলেন মন্ত্রী

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
টিকা ছাড়া বের হলে শাস্তি’ বক্তব্য প্রত্যাহার করলেন মন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : ২৪ ঘন্টার মধ্যে নিজের বক্তব্য থেকে সরে আসলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ হ ম মোজাম্মেল হক। ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না দেয়া অবস্থায় বের হলে আইনের আওতায় আনা হবে-এমন বক্তব্য প্রত্যাহার করেছেন বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে বসে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক। পরে বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ব্রিফিংয়ে জানান, ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া বাইরে বের হলেই নেয়া হবে আইনি ব্যবস্থা। অবাস্তব এমন সিদ্ধান্তের পর শুরু হয় সমালোচনা। তবে, ২৪ ঘন্টা অতিবাহিত হবার আগেই আসে বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত।

এর আগে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, ১৮ বছরের ওপরে কেউ টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির আওতায় পড়বেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এমন সিদ্ধান্ত সরকারের না। বরং মাস্ক না পরাসহ, স্বাস্থ্যবিধি না মানলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেকের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়- এ ধরনের কোনও সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেয়া বা নেয়া হয়নি।

  • 155
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে