করোনায় শনাক্ত ছাড়ালো ১৩ লাখ, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪১

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
করোনায় শনাক্ত ছাড়ালো ১৩ লাখ, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৪১

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনা শনাক্ত ১৩ লাখ ছাড়ালো। একদিনে ১৩ হাজার ৮শ’ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে মারা গেছেন ২শ’ ৪১ জন। এ নিয়ে মোট প্রাণহানি ২১ হাজার ৬শ’ ৩৮ জনের। মৃত্যুর হার এক দশমিক ছয় পাঁচ।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯ হাজার ৫শ ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক নয় এক। এ নিয়ে মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১শ ১২ জন। মোট সুস্থ ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। সুস্থতার হার ৮৭ দশমিক এক দুই। ঢাকা বিভাগে টানা কয়েকদিনের মত সর্বোচ্চ ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৬৮, খুলনায় ৩৬, সিলেটে ৫, রাজশাহীতে ১২, বরিশালে ৫, রংপুরে ১৫ ও ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে