নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুই জঙ্গিই ১৬ই মে সিদ্ধিরগঞ্জের বোমা হামলার সাথে জড়িত ছিল। গ্রেপ্তার দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত দূরনিয়ন্ত্রিত এসব বোমা দিয়েই পুলিশ বক্সে হামলা চালানো হতো।

সম্প্রতি নারায়ণগঞ্জের যে বাসায় মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছিল তার সাথে এই দুই নব্য জেএমবি সদস্য জড়িত ছিল। এদের মূল প্রশিক্ষণদাতা ফোরকানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিটিটিসি প্রধান।

তিনি বলেন, জঙ্গিদের প্রকাশ্য তৎপরতা না বাড়লেও অনলাইনে তাদের কার্যক্রম বেড়েছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা একত্রিত হতে পারছে না।

  • 223
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে