দ্রুত হোটেল রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি ব্যবসায়ীদের

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দ্রুত হোটেল রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি ব্যবসায়ীদের

পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে ৫ আগস্টের পর থেকে হোটেল রেস্তোরাঁ পুরোপুরি চালু করতে চান ব্যবসায়ীরা।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের দুরাবস্থা তুলে ধরে, প্রয়োজনে অর্ধেক আসনে বসার শর্তে দ্রুত হোটেল রেস্তোরাঁ খুলে দেয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে দীর্ঘ দিন বন্ধ থাকায় এখাতের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করতে সহজ শর্তে জামানত বিহীন দীর্ঘ মেয়াদি ঋণেরও দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতারা।

এছাড়াও সারা দেশের প্রায় ৬০ হাজার রেস্তোরাঁয় কাজ করা ৩০ লাখ কর্মীকে দ্রুত টিকার আওতায় আনার পাশাপাশি রেস্তোরাঁ কর্মীদের সরকারি নগদ সহায়তা দেয়ার দাবি জানানো হয়।

অনলাইনে খাবার বিক্রিতে বৈষম্য উল্লেখ করে দ্রুত একটি নীতিমালা তৈরি করারও দাবি জানান, ব্যবসায়ীরা।

  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে