গেল ২৪ ঘণ্টায় ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: আগস্ট ২, ২০২১; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
গেল ২৪ ঘণ্টায় ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : দেশে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ২শ’ ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ২শ’ ৭৯ জন এবং ঢাকার বাইরে ৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে মোট ৯শ’ ৭৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৯শ ৪০ জন। আর ঢাকার বাইরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৩৮ জন।

চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ১শ’ ৮২ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২শ জন। ডেঙ্গুতে মৃত্যু সন্দেহে ৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।

  • 173
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে