করোনা: সারা দেশে ৯১ জনের মৃত্যুর খবর

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : চলমান কঠোর বিধিনিষেধেও (লকডাউন) করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো। শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। এমন পরিস্থিতিতে শনিবার (৩১ জুলাই) সকালেই দেশের বিভিন্ন স্থানে ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা: সারা দেশে ৯১ জনের মৃত্যুর খবর

বরিশাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন। এরমধ্যে চারজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। মৃত ১০ জনের মধ্যে বরিশালের সাতজন, ঝালকাঠির দুইজন ও বরগুনা জেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১১৯ জন, এরমধ্যে ৯০ জনই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৪৮ জন, এরমধ্যে ১৫ জনই পজেটিভ। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৪০ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২০১টি নমুনা পরীক্ষা হয়, এরমধ্যে পজেটিভ ১১৩ টি।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট, আইসিইউ সংকট এবং চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

চাঁদপুর
চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর সঙ্গে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা একই থাকলেও আগের দিনগুলোর চেয়ে সনাক্ত অনুযায়ী আক্রান্তের সংখ্যা কমেছে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং অন্যরা উপসর্গ নিয়ে মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৯৬টি নমুনার মধ্যে ১১৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। আর করোনায় মারা গেছেন ১৬৬ জন এবং উপসর্গ নিয়ে আরো ৪শ’ জন।

ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

খুলনা
গত ২৪ ঘণ্টায় খুলনার করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে মারা গেছেন ৪ জন।

রাজশাহী
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

কুড়িগ্রাম
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম
চট্টগ্রাম জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৪২ জন।

কুমিল্লা:
কুমিল্লায় করোনায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮রটা পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন।
কি‌শোরগ‌ঞ্জ:
কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নিয়ে ৩ জ‌নের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন।
দিনাজপুর:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।

আরও আসছে…

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে