এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |
এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন রোগী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছরে সর্বোচ্চ। এরমধ্যে ঢাকাতেই ১৮১ জন। আর ঢাকার বাইরে ১৩ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জন। ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ২ হাজার ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন রোগী।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে