করোনা হাসপাতালে নার্সদের বিনামূল্যে ঔষুধ দেবে বিকন ফার্মা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
করোনা হাসপাতালে নার্সদের বিনামূল্যে ঔষুধ দেবে বিকন ফার্মা

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি হাসপাতালে কর্মরত করোনা আক্রান্ত নার্সদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই চিকিৎসকদের জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করে আসছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এবার চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও যুক্ত হলো।

বৃহস্পতিবার সকালে মহাখালিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের হাতে এ সংক্রান্ত সিদ্ধান্তের চিঠি তুলে দেন প্রতিষ্ঠানটির কর্ণধার সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। এ সময় তিনি সব সময় যে কোনো সংকটে সম্মুখ সারির যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। চলমান সংকটে দেশের স্বাস্থ্যখাতের ডাক্তারদের পাশাপাশি ফ্রন্টলাইনে সমান তালে যুদ্ধ করে যাচ্ছে প্রায় ৩৫ হাজার নার্স ও মিডওয়াইফ।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে