তবুও রাজধানীতে যাচ্ছে মানুষ

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৯:০২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
তবুও রাজধানীতে যাচ্ছে মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার আশেপাশের ৭ জেলায় চলাচলে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন আজ। ঢাকা থেকে দূরপাল্লার বাস না চললেও, স্বাভাবিক নিয়মেই চলছে জরুরি সেবা ও পণ্যবাহী যান। চলছে অন্যান্য যানবাহনও। পায়ে হেটে বা ভেঙে ভেঙে যারা রাজধানীতে চলাচল করছেন তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই রাজধানীকে ৭ জেলা থেকে বিচ্ছিন্ন করার চিত্রটাও অনেকটা একই রকম। চলাচলে নিষেধাজ্ঞাও কাগজে কলমেই। রাজধানীর ঢোকার রাস্তাগুলোতে ঘুরে দেখা গেছে দূরপাল্লার বাস ছাড়া চলছে সব রকমের যানবাহন। ট্রাক, পিকআপ, মাইক্রোবাস যে যা পাচ্ছেন তাতে করেই আসছেন রাজধানীতে। বের হওয়ার ক্ষেত্রেও একই চিত্র।

বাস চলাচল না করায় বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা যাওয়া করতে হচ্ছে ভেঙে ভেঙে। ফলে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, পোহাতে হচ্ছে ভোগান্তি। সড়কে আইনশৃংখলা রক্ষাবাহিনীর উপস্থিতি সরব থাকলেও নিয়ম মানাতে তৎপরতা ছিলো ঢিলেঢালা।

এদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানী থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ফলে আগাম কেনা টিকিট ফেরত দিতে যাত্রীরা পরছেন ভোগান্তিতে। চলতি মাসে হঠাৎ রাজধানীতে করোনার অতি সংক্রমণশীল ভারতীয় ধরণ বেড়ে যাওয়ায় সারা দেশ থেকে ঢাকাকে আলাদা করার সিদ্ধান্ত নেয় সরকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে