এনআইডির দায়িত্ব যথাস্থানেই দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ২:৩০ অপরাহ্ণ |
এনআইডির দায়িত্ব যথাস্থানেই দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দায়িত্ব যথাস্থানেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিলে কোন জটিলতা হবে না।

বুধবার দুপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর কারা কনভেনশন সেন্টারে কারাবন্দীদের ১০০ জন সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠান মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় কারাগারের অবকাঠামোগত উন্নয়ন, বন্দিসহ কারা কর্মকর্তাদের মানবিক এবং প্রশাসনিক বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।

এসময় টিকটক নিয়ে সরকারের অবস্থান তুলো ধরে মন্ত্রী বলেন, দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে। টিকটক বন্ধের আলোচনা চলছে। উঠতি বয়সী তরুণীসহ সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। করোনার সংক্রমণ নিয়ে শুধু নিরাপত্তাবাহিনী নয় সামাজিক, রাজনৈতিক ও সর্বস্তরের সবাইকে দায়িত্ব নিতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে