‘ঝড়ঝাপ্টা-জলোচ্ছ্বাস যাই আসুক আমরা মোকাবিলা করতে সক্ষম’

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ২:২৪ অপরাহ্ণ |
‘ঝড়ঝাপ্টা-জলোচ্ছ্বাস যাই আসুক আমরা মোকাবিলা করতে সক্ষম’

পদ্মাটাইমস ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড়ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচন করেন।

সম্মিলিতভাবে কাজ করার কারণেই বাংলাদেশের সব অর্জন উল্লেখ করে শেখ হাসিনা জানান, তার সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটি বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।

অনেক সংকট মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে