দেশে ভারতীয় ধরণের করোনার সংক্রমণের প্রমাণ পেলেন গবেষকরা

প্রকাশিত: জুন ১৪, ২০২১; সময়: ৮:৫৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দেশে ভারতীয় ধরণের করোনার সংক্রমণের প্রমাণ পেলেন গবেষকরা

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে প্রথমবারের মতো করোনাভাইরাসের ডেলটা ধরনের সামাজিক সংক্রমণের প্রমাণ পেয়েছেন গবেষকরা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৪২ জনের নমুনা পরীক্ষা করে দুই করোনা রোগীর শরীরে ডেলটা ধরনের উপস্থিতি পান বলে জানানো হয়। এছাড়া চট্টগ্রামে আক্রান্তদের বেশিরভাগের শরীরে দক্ষিণ আফ্রিকার বিটা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ও বায়োটেকনোলজি বিভাগ ও ঢাকার আইসিডিডিআরবি’র যৌথভাবে গবেষণাটি চালায়।

এর আগে, গেল ৪ঠা জুন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানায়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই ভারতীয় (ডেল্টা) ধরণ। দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণের পর এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।

আইইডিসিআর ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি’র যৌথ গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে বলে জানানো হয়েছে।

এর মধ্যে ৩৫ শতাংশেরই বিদেশ ভ্রমণ কিংবা দেশে বাইরে থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই। এছাড়া ১৬ শতাংশের দেশে দক্ষিণ আফ্রিকান (বিটা) ধরণ পাওয়া গেছে বলেও জানায় আইইডিসিআর।

  • 127
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে