দেশের কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় প্রতিমাসে লোকসান শত কোটি টাকা

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ১০:১২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দেশের কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় প্রতিমাসে লোকসান শত কোটি টাকা

পদ্মাটাইমস ডেস্ক : করোনার কারণে সারা দেশে বন্ধ থাকা প্রায় ৪ হাজার কমিউনিটি সেন্টারে প্রতিমাসে লোকসান হচ্ছে শত কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে কমিউনিটি সেন্টার খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি সেন্টার কনভেনশন হল ও ক্যাটারিং অ্যাসোসিয়েশন৷

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শাহ জাকির হোসেন এ দাবি জানান৷

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় এই চার হাজার প্রতিষ্ঠানের লোকসান হচ্ছে প্রতি মাসে প্রায় শত কোটি টাকা।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, রাজধানীতে সরকারি-বেসরকারি কমিউনিটি সেন্টার ও কনভেনশন সেন্টারের সংখ্যা ছোট-বড় মিলিয়ে প্রায় চার শ’। সারা দেশে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে প্রায় চার হাজার। গড়ে ৫০ জন করে স্থায়ী কর্মচারীর হিসেবে দেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত৷

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে