উপনির্বাচনে আ.লীগের নৌকার টিকিট পেলেন যারা

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৮:৪৭ অপরাহ্ণ |
উপনির্বাচনে আ.লীগের নৌকার টিকিট পেলেন যারা

পদ্মাটাইমস ডেস্ক : তিনটি উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার (১২ জুন) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই তিনজনের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

এর আগে, সকালে তিনটি উপনির্বাচনের প্রার্থী চূড়ান্তে দলের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ধানমন্ডিতে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন দলের সভাপতি শেখ হাসিনা।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তে এ সভা বসে। তিনটি উপনির্বাচনের জন্য রেকর্ডসংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয় আওয়ামী লীগের। গত ১১ই মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ঢাকা-১৪ আসনের আসলামুল হক ৪ঠা এপ্রিল এবং ১৪ই এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনগুলো শূন্য হয়ে পড়ে।

২রা জুন নির্বাচন কমিশন ১৪ই জুলাই প্রথমে এই তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুদিন থাকায় দলটি থেকে ওইদিন নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে ২৮শে জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

এদিকে, গত ৪ঠা জুন থেকে ১০ই জুন পর্যন্ত চলে সংসদীয় তিন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাসহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। তাদের মধ্যে বিভিন্ন সহযোগী সংগঠনের হেভিওয়েট নেতাকর্মী ছাড়াও প্রয়াত তিন সাংসদের স্ত্রী ও স্বজনারও ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে