হেফাজতের ৫০ নেতাকর্মীর বিদেশযাত্রার তথ্য চেয়েছে দুদক

প্রকাশিত: জুন ৯, ২০২১; সময়: ১০:২৭ অপরাহ্ণ |
হেফাজতের ৫০ নেতাকর্মীর বিদেশযাত্রার তথ্য চেয়েছে দুদক

পদ্মাটাইমস ডেস্ক : অনুসন্ধানের জালে হেফাজতে ইসলামের পঞ্চাশ নেতাকর্মীর বিদেশযাত্রার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের কাছেও তাদের ব্যাংক হিসাব এবং লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি।

ধর্মীয় কাজে বিদেশি সহায়তা আত্মসাৎ, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে হেফাজতে ইসলামে নেতাকর্মীর বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির ছয় সদস্যের অনুসন্ধান দল এরইমধ্যে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে হেফাজতের নেতাকর্মীদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তলব করেছে।

সবশেষ হেফাজতে ইসলামের পঞ্চাশ নেতা কর্মীর পাসপোর্টের তথ্য সংগ্রহে নামে দুদক। ইমিগ্রেশনের কাছে চাওয়া হয়েছে তাদের বিদেশযাত্রার তথ্য। পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টের ও লেনদেনের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর কাছেও চিঠি দিয়েছে সংস্থাটি।

যাদের বিষয়ে তথ্য তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, আহমেদ আবদুল কাদের, মাহফুজুল হক, মামুনুল হক, জুনাইদ আল হাবীব, মুসা বিন ইসহাকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান অনেক নেতাকর্মী।

তবে কারো নাম উল্লেখ না করে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জানান, সংগঠনটির পঞ্চাশ নেতাকর্মীর বিষয়ে তথ্য তলব করেছেন তারা।

তিনি বলেন, আমরা যেমন ইমিগ্রেশনে চিঠি দিয়েছি তাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে। যে জায়গাগুলো কমিউনিকেট করা দরকার তথ্যের জন্য, সেসব জায়গায় আমরা তথ্য চেয়েছি। বিআইএফইউ’র কাছে তথ্য চেয়েছি। তারা সম্ভবত ওই রেফারেন্সেই সমস্ত ব্যাংকের কাছে তথ্যের জন্য চিঠি দিয়েছে। আমরা ৫০ জনের কথাই বলেছি। শিগগিরই অনুসন্ধানের জালে থাকা হেফাজত নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে