শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

প্রকাশিত: মে ১৫, ২০২১; সময়: ১:২৫ অপরাহ্ণ |
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

পদ্মাটাইমস ডেস্ক : ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। পদ্মা পাড়ি দিতে শনিবার (১৫ মে) ভোর থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে ভিড় করেন অনেকে। এ সময় কারো মাঝে ছিল না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই।

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, ঘাটে মানুষের চাপ রয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। সকালে কয়েকটি ফেরিতে শুধু যাত্রী পার করা হয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে