ঈদের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: মে ১২, ২০২১; সময়: ১:০৫ পূর্বাহ্ণ |
ঈদের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পদ্মাটাইমস ডেস্ক : ঈদুল ফিতরের দিনেও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার (১০ মে) থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটা আরও চারদিন ধরে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (১৩ মে) চাঁদ দেখা গেলে শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতর হতে পারে। সেই হিসাবে ঈদের দিনেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, কালবৈশাখীর প্রভাবে এখনকার বৃষ্টিপাত হচ্ছে। ১৫ মে পর্যন্ত সারাদেশেই মোটামুটি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বেশি থাকবে, ১৫ মে এসে একটু কমবে। পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিটা হচ্ছে। কালবৈশাখী মৌসুমে এটা এই সময়ে একটা স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, এর সঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

  • 108
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে