করোনায় আক্রান্তরা এখন দ্রুত মৃত্যুবরণ করছেন : আইইডিসিআর

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
করোনায় আক্রান্তরা এখন দ্রুত মৃত্যুবরণ করছেন : আইইডিসিআর

পদ্মাটাইমস ডেস্ক : দেশে কোভিড-১৯ রোগের তীব্রতা এখন আগের যেকোন সময়ের চাইতে বেশি। হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরাও দ্রুত মৃত্যুবরণ করছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃক প্রকাশিত দেশের কোভিড-১৯ পরিস্থিতির ওপর একটি প্রতিবেদনে এটি বলা হয়েছে।

গতকাল প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, জানুয়ারীর ২৮ থেকে এপ্রিল ১৫ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার ছিল ৪৪%। মৃত রোগীদের মধ্যে ৪৮% হাসপাতালে ভর্তি হবার ৫ দিনের মধ্যে মারা গেছেন। ১৬% মৃত্যুবরণ করেন ভর্তির ৫-১০ দিনের মধ্যে।

মৃতদের মধ্যে ৫২% উপসর্গ শুরুর ৫ দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এছাড়া গত বছরের জুলাই মাসে যখন কোভিড-১৯ সংশ্লিষ্ট মৃত্যুহার সর্বোচ্চ ছিল সে সময়ে নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ছিল ১ঃ৩.৫। এ বছরের এপ্রিলে এসে দেখা যাচ্ছে যে, নারী-পুরুষের মৃত্যুর অনুপাত ১ঃ২.২৩। অর্থাৎ গত বছরের চাইতে নারী অধিক হারে মৃত্যুবরণ করছেন।

  • 265
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে