লকডাউন নিষেধাজ্ঞার আওতামুক্ত কারা?

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ২:১১ অপরাহ্ণ |
লকডাউন নিষেধাজ্ঞার আওতামুক্ত কারা?

পদ্মাটাইমস ডেস্ক : ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের দেশব্যাপী লকডাউনে আরোপিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। আজ প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু সেবা প্রতিষ্ঠান ও অফিস/ফ্যাক্টরি লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এগুলো হলো:

*আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
*জরুরি সেবা খাত
*কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পজাত পণ্য, সরকারি প্রকল্পের উপাদান, খাদ্য সম্পর্কিত কর্মকর্তা ও যানবাহন
*বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর ও সংশ্লিষ্ট কার্যালয়
*ওষুধের দোকান ও হাসপাতাল
*শিল্প কারখানা ও রপ্তানিমুখী শিল্পখাত
*শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করে কারখানার কাজ চালু থাকবে।

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় আগামী বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করেছে সরকার।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে