সোমবার থেকে বন্ধ ট্রেন চলাচল: রেলমন্ত্রী
পদ্মাটাইমস ডেস্ক : পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার বিকেলে তিনি বলেন, “সোমবার থেকে সারাদেশে লকডাউন দেওয়ায় ট্রেন সেবাও স্থগিত থাকবে। তবে মালবাহী ট্রেনের চলাচল অব্যাহত থাকবে।”
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করতে বাড়তে থাকায় এক সপ্তাহের জন্য সারাদেশে আগামী সোমবার থেকে লকডাউনের ঘোষণা দেয় সরকার।
গত বছরও লকাডাউনের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিলো ট্রেন চলাচল।
337