সমালোচনা নয়, রোহিঙ্গাদের ফেরাতে সোচ্চার হওয়ার তাগিদ

প্রকাশিত: মার্চ ৯, ২০২১; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |
সমালোচনা নয়, রোহিঙ্গাদের ফেরাতে সোচ্চার হওয়ার তাগিদ

পদ্মাটাইমস ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কুতুপালং বা ভাসানচরে আশ্রয় দেয়ার সমালোচনা না করে তাদের নিজ দেশে ফেরত নেয়ার বিষয়ে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন। সোমবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদেরকে নিদের্শনা দেবার চেয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর রাখাইনে আরো বেশি করে তদারকির প্রয়োজন। মন্ত্রী আরো বলেন, মিয়ানমারে যাতে রোহিঙ্গারা উন্নত ও সম্মানজনক জীবন পেতে পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন।

তিনি বলেন, রাখাইনে দুই একটি পরিদর্শন যথেষ্ঠ নয়। মিয়ানমারের সঙ্গে এখনো আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলছে। সেই দেশটিতে যারা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে নির্মূল করতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে। সেই দেশে গত ৪ বছরে ১৫ গুণ বাণিজ্য বেড়েছে। এখনোই সময় যখন কুতুপালং বা ভাসানচরের সমালোচনা না করে রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত নেবার ব্যাপারে দেশটির উপর চাপ প্রয়োগ করা প্রয়োজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে