সংসদে সংশোধিত ট্রাভেল এজেন্সি বিল পাস

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৩:০৬ অপরাহ্ণ |
সংসদে সংশোধিত ট্রাভেল এজেন্সি বিল পাস

পদ্মাটাইমস ডেস্ক : বিদ্যমান আইনকে যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন করে আজ সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২১ পাস করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে ট্রাভেল ব্যবসা বিশ্বায়নের উপযোগি করতে মালিকানা হস্তান্তর, বিদেশে শাখা স্থাপনের বিধান করা হয়েছে। বিলে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

এছাড়া এ ব্যবসায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিধি লংঘন ও অনিয়ম অথবা অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে