বাণিজ্যিকভাবে ভ্যাকসিন বিক্রি হবে না: পাপন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ |
বাণিজ্যিকভাবে ভ্যাকসিন বিক্রি হবে না: পাপন

পদ্মাটাইমস ডেস্ক : বেক্সিমকোর ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বেক্সিমকো বাণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিন আনছে না। শুধুমাত্র সরকারি তালিকায় ওষুধ কোম্পানির নাম না থাকায় তাদের জন্যই দশ লাখ ডোজ আনা হচ্ছে। এর বাইরে কেবল বিজেএমইকে দেওয়া হতে পারে। এর বাইরে বাণিজ্যিকভাবে বিক্রি হবে না।’রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

পাপন বলেন, আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) ভারত থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার পর সেগুলো রাখা হবে টঙ্গীতে বেক্সিমকোর স্টোরেজে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে। সরকারের নির্দেশনা মেনে ৬৪ জেলায় সরবরাহ করবে বেক্সিমকো। কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটিও নিশ্চিত করবেন তারা। যেকোনো ধরনের ড্যামেজের দায় বেক্সিমকোর বলেও জানান নাজমুল হাসান পাপন।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম জানান, সোমবার (২৫ জানুয়ারি) অ্যাপ হস্তান্তর করবে আইসিটি মন্ত্রণালয়ে। প্রথম দিনে ২৪ জন বিভিন্ন শ্রেণির আর পরদিন ৪০০-৫০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। আর সেই তালিকা অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে