রাজধানীর বাইরে নির্মাণ হবে চার আন্তঃজেলা বাস টার্মিনাল

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
খবর > জাতীয়
রাজধানীর বাইরে নির্মাণ হবে চার আন্তঃজেলা বাস টার্মিনাল

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীতে বাসের চাপ কমানোর জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আশেপাশে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে জন্য ১০টি স্থান নির্বাচন করা হয়েছিল। সরেজমিনে গিয়ে সেগুলো আমরা দেখেছি। এর মধ্যে আমরা চারটি জায়গা নির্ধারণ করেছি। উত্তর সিটি কর্পোরেশন জন্য বিরুলিয়া ও হেমায়েতপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন জন্য আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে কেরাণীগঞ্জ ও বাঘাই এলাকায়। এতে ঢাকা শহর থেকে বাসের চাপ কমে যাবে। সায়েদাবাদ এবং গাবতলী বাস টার্মিনালকে সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারবো। বাকি চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকামুখী যানবাহনগুলোর জন্য ব্যবহার করতে পারবো।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। এজন্য দুই সিটি কর্পোরেশন মিলে একসঙ্গে কাজ করছে। এ নিয়ে বাস মালিকদের সঙ্গেও কথা হয়েছে। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

তিনি আরো বলেন, বাস রুটের রেশনালাইজেশনে সার্বিক বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে নীতিমালার খসড়া প্রণয়ন করতে পারবো বলে আশা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে