ক্ষতিপূরণের টাকা চান ১০ হাজার পুলিশ

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
ক্ষতিপূরণের টাকা চান ১০ হাজার পুলিশ

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা সরকারি চাকরিজীবীরা আক্রান্ত হলে যে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল, সেই টাকা চেয়ে আবেদন করেছেন ভাইরাসটিতে আক্রান্ত প্রায় ১০ হাজার পুলিশ সদস্য। এসব পুলিশ সদস্যদের আবেদনের বিষয়ে মতামত চেয়ে ইতোমধ্যেই অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-২) থেকে।

চিঠিতে বলা হয়, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হন। সরকার ঘোষিত পরিপত্রে শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিড-১৯ এ আক্রান্ত হলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় আক্রান্ত প্রায় ১০ (দশ) হাজার পুলিশ সদস্য কর্তৃক ক্ষতিপূরণ প্রাপ্তির লক্ষ্যে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করেন। সরকার ঘোষিত ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির জন্য দাখিলকৃত এসব আবেদন অর্থ বিভাগে পাঠানো হবে কিনা- সে বিষয়ে মতামত চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর মধ্যে গত বছর ২৩ এপ্রিল সরকারি এক ঘোষণায় করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে থাকা সরকারি চাকরিজীবীদের এই ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সরকারের দেওয়া ঘোষণায় বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ করোনায় আক্রান্ত হলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে, আর মারা গেলে ২৫ লাখ টাকা দেওয়া হবে। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ৭ লাখ ৫০ হাজার টাকা, আর মারা গেলে ৩৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে তাকে দেওয়া হবে ১০ লাখ টাকা, আর মারা গেলে দেওয়া হবে ৫০ লাখ টাকা।

করোনায় দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯২২ জন। এই আক্রান্ত ও মৃতের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সেনা সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

  • 242
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে