রাত থেকে ঘন কুয়াশা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১; সময়: ১:২০ অপরাহ্ণ |
রাত থেকে ঘন কুয়াশা

পদ্মাটাইমস ডেস্ক : পৌষ মাস শেষ দিকে। আসছে মাঘ। ‘মাঘের শীতে বাঘ পালায়’–এই প্রবাদ গ্রামবাংলায় প্রচলিত। মাঘের আগমনী বার্তার মধ্যেই শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস। আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে– মধ্যরাত থেকে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। আজও আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে। বুধবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

এর পর চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ুকে চিহ্নিত করে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে