ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন : সিইসি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৬:০৮ অপরাহ্ণ |
ইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন : সিইসি

পদ্মাটাইমস ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এই দাবি করেন।

সিইসি বলেন, ‘ইসির নিয়োগ-প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।’

নির্বাচন প্রশিক্ষণের জন্য বক্তব‌্য না দিয়ে বিশেষ বক্তা হিসেবে সম্মানী গ্রহণ’ ইস‌্যুতে রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের দেওয়া অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা ও ফল ঘোষণা নিশ্চিতের জন্য এক যুগের অভিজ্ঞতার আলোকে সব স্তরের প্রায় ৭ লাখ জনবল সৃষ্টির লক্ষ্যে ১৫ জন বিশেষ বক্তা, উপদেষ্টা ও অন্যান্য প্রশিক্ষণসহ নির্বাচনি প্রশিক্ষণ কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হয়, যা কমিশন অনুমোদন করে।’

ইভিএম নিয়ে অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল ও ত্রুটি মুক্ত করার লক্ষ্যে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তাতে ভোটদান সহজ হয়েছে। দ্রুত ফল প্রকাশও সম্ভব হচ্ছে।’ ভোটদান পদ্ধতি সহজ স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার জন্য বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশ সফলতার সঙ্গে ইভিএম ব্যবহার করছে বলেও তিনি জানান।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে