‘যুক্তরাজ্যের যাত্রীর করোনা সনদ থাকলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে’

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৩:১৬ অপরাহ্ণ |
‘যুক্তরাজ্যের যাত্রীর করোনা সনদ থাকলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে’

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের করোনা সনদ থাকলেও ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়ার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল অব্যাহত থাকবে। সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক। বিমানবন্দর কর্তৃপক্ষ লন্ডন যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

সম্প্রতি যুক্তরাজ‌্যে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় ওই দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলে তার পিসিআর ল্যাব টেস্ট করা হবে। করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা করা হবে। আর বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবগত করা হবে।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে