‘রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের নতুন সরকার আগ্রহী হবে’

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০; সময়: ৫:৩৮ অপরাহ্ণ |
‘রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের নতুন সরকার আগ্রহী হবে’

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভূ-রাজনৈতিক গুরুত্বের কারনে বাংলাদেশের সাথে আমেরিকার নতুন সরকারের বানিজ্যিক সম্পর্কের উন্নতি হবে। আমেরিকার বিদায়ী সরকারের সাথেও বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিলো। নতুন সরকারের সঙ্গেও সুসম্পর্ক থাকবে।

শনিবার বিকেলে শহীদ জোহার কবরে ফুল দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুচী সরকার এবার নতুন করে ক্ষমতায় এসেছে। এবার অনেক সময় পাবে। আশা করি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের নতুন সরকার আগ্রহী হবে।

বিকেল পৌনে চারটায় পররাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌছান। তিনি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। সন্ধ্যায় তিনি শিক্ষক সমিতির মতবিনিময় সভায় যোগ দেন।

  • 70
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে