প্রশিক্ষণ শেষে আজ থেকে ১,৪২৮ সৈনিকের কর্মজীবন শুরু

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
প্রশিক্ষণ শেষে আজ থেকে ১,৪২৮ সৈনিকের কর্মজীবন শুরু

পদ্মাটাইমস ডেস্ক : প্রশিক্ষণ শেষে আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছে ১ হাজার ৪২৮জন নবীন সৈনিক।

সকালে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ২০২০ সালের ২য় রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও কুচকাওয়াজের মাধ্যমে এই নবীন সৈনিকদের কর্মজীবন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

এ সময় চট্টগ্রামের জিওসি, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমাড্যান্টসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে