সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০; সময়: ৮:৩৪ অপরাহ্ণ |
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪জন হাসপাতালে ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে দেশের অন্য কোন বিভাগে গত ২৪ ঘন্টায় আর কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

নতুন এই একজন রোগীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে ১৪ জন রোগী। এ সকল রোগীর মধ্যে ১৩জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে এবং খুলনা বিভাগে একজন হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিস্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ৪ঠা অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৯৪ জন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে