ভুয়া এএসপি গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ১০:১১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ভুয়া এএসপি গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছেন এএসপি পরিচয়দানকারী এক যুবক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক মোহাম্মদ কাউসার (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মোহাম্মদ কাউসার মাওনা উড়ালসড়কের নিচে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পরিচয় দেন। নিজেকে ৩১তম বিসিএসের কর্মকর্তা হিসেবে দাবি করেন।

তার গলায় বাংলাদেশ পুলিশ লেখা ফিতায় পুলিশের একটি আইডি কার্ড ঝোলানো ছিল। বিষয়টি টেলিফোনে তাকে (মাওনা হাইওয়ে থানার ওসি) জানান সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য। তিনি ওই যুবককে সম্মানজনকভাবে পুলিশ বক্সে বসিয়ে চা খাওয়াতে বলেন পুলিশ সদস্যদের। কিছুক্ষণের মধ্যেই তিনি উড়ালসড়কের নিচে গিয়ে ওই যুবকের সঙ্গে কথা বলেন। যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পরিচয় ভুয়া হিসেবে নিশ্চিত হওয়া যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক ভুয়া এএসপি পরিচয়ে এক নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক করেছেন বলে স্বীকার করেছেন। এমনকি ভুয়া পরিচয়দানকারী যুবক মাওনা চৌরাস্তায় আসার পর ওই নারী তার সঙ্গে দেখা করেন। একপর্যায়ে ওই নারী চলে যান। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। প্রতারণা করায় শ্রীপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে