গুগলের ডুডলে প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ১০:০৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
গুগলের ডুডলে প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী

পদ্মাটাইমস ডেস্ক : অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজীর জন্মদিন আজ ১৫ই অক্টোবর। এই উপলক্ষ্যে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডলটি। এতে গুগলের অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে।

এতে দেখা যাচ্ছে, জোহরা বেগম কাজীর গলায় স্টেথোস্কোপ এবং মাথার ওপর গাছের ছায়া। গায়ে জড়ানো হলুদ রংয়ের একটি পোশাক। ১৯২৯ সালে আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম নারী হিসেবে এসএসসি পাস করেন জোহরা কাজী।

এরপর মাত্র ২৩ বছর বয়সে ১৯৩৫ সালে দিল্লির লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি।

কর্মজীবনে তিনি একুশে পদক, রোকেয়া পদক ও বিএমএ স্বর্ণপদক লাভ করেন। বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক দিন থেকেই গুগল সার্চের মূল পাতায় ডুডল প্রকাশ করে আসছে গুগল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে