অনলাইন গণমাধ্যমগুলোর বেশিরভাগ নিবন্ধন চলতি বছরেই হবে

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৯:৪৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
অনলাইন গণমাধ্যমগুলোর বেশিরভাগ নিবন্ধন চলতি বছরেই হবে

পদ্মাটাইমস ডেস্ক : অনলাইন সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগ নিবন্ধন চলতি বছরের মধ্যেই হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর), সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় ইউটিউব, আইপিটিভি যারা চালাচ্ছে, তাদের প্রত্যেককে নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। সেটি হওয়ার পর আমরা নিবন্ধন দেওয়ার কাজ শুরু করব। নিবন্ধিত হবার পর তারা শুধু বিনোদন প্রচার করতে পারবে, সংবাদ বা অন্য কিছু না। এটি আমাদের মন্ত্রণালয় নয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়।

অনলাইন সংবাদ মাধ্যমগুলোর নিবন্ধন সম্পর্কে মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইনকে নিবন্ধনের জন্য অনুমতি প্রদান করেছি। বাকিগুলো আমরা ধীরে ধীরে দেব। যেহেতু কয়েক হাজার অনলাইন এগুলো সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগবে। কারণ বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেওয়ার পরই কিন্তু আমরা দিতে পারছি। এর আগে তো দিতে পারছি না। সেই কারণেই একটু সময় লাগছে। ভবিষ্যতে যখন অনলাইন নিবন্ধনের কাজটি শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব তখন আমরা ভবিষ্যতে অনলাইন খোলার ক্ষেত্রেও অনুমতির বিষয়টি সংযুক্ত করব।

এছাড়া, সম্প্রচার আইন ও গণমাধ্যমকর্মী আইন কার্যকর হওয়ার পর মূলধারার সম্প্রচার মাধ্যমের বেতন-ভাতাসহ সুযোগ সুবিধা বাস্তবায়িত হবে বলেও আশ্বস্ত করেন হাছান মাহমুদ।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে