ভারতে বাংলাদেশের চ্যানেল প্রদর্শনে বাধা দূর করতে হবে

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১২:২১ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
ভারতে বাংলাদেশের চ্যানেল প্রদর্শনে বাধা দূর করতে হবে

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রদর্শনের বাধা দূর করতে কাজ করতে হবে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে তথ্যমন্ত্রী।

মঙ্গলবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সে সময় এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রদর্শনের বাধা দূর করার আহ্বান জানান। এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

পরে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রদর্শনে কোনও নিষেধাজ্ঞা নেই।

উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে চ্যানেলগুলো প্রদর্শিত হচ্ছে। অন্য জায়গায়ও প্রচারে জন্য কাজ করা হচ্ছে। এ সময় দুই দেশের মধ্যে তথ্য, সংস্কৃতি ও গণমাধ্যম সম্পর্কিত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে