পদ্মায় লঞ্চের তলা ফেটে ঢুকছে পানি, আর্তনাদ করছে ১২০ যাত্রী

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
পদ্মায় লঞ্চের তলা ফেটে ঢুকছে পানি, আর্তনাদ করছে ১২০ যাত্রী

পদ্মাটাইমস ডেস্ক : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রেজারের পাইপের ধাক্কায় এমভি শাহপরান নামে একটি লঞ্চের তলে ফেটে পানি ঢুকছে। এ ঘটনায় বাঁচার জন্য লঞ্চের ১২০ যাত্রী আর্তনাদ করছেন।
রোববার দুপুরে শরীয়তপুরের মাঝিকান্দি সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

এমভি শাহপরান লঞ্চের যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শরিয়তপুরের মাঝিকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের চ্যায়না চ্যানেলে ড্রেজারের পাইপের ধাক্কায় এমভি শাহপরাণ লঞ্চের তলা ফেটে যায় পানি ঢুকতে শুরু করে। ওই সময় লঞ্চের ১২০ যাত্রী ভয়ে চিৎকার-কান্নাকাটি করতে থাকেন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে