২০ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন এনবিজি কার্গোর মালিক লালু

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০; সময়: ১০:৩৯ অপরাহ্ণ |
খবর > জাতীয়
২০ কোটিরও বেশি টাকা হাতিয়েছেন এনবিজি কার্গোর মালিক লালু

পদ্মাটাইমস ডেস্ক : লোভনীয় চাকরির অফার দিয়ে ২০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছেন এনবিজি কার্গো মালিক।

টাকা দিলেই মিলবে এয়ার কার্গোতে লোভনীয় চাকরি। কেউ হবেন এক্সিকিউটিভ কেউবা সুপারভাইজার। অফিসও বেশ গোছানো আর ছিমছাম। আর এ ফাঁদে পা দিয়েছিলেন প্রায় আড়াইশ’ চাকুরি প্রার্থী। যাদের কাছ থেকে ২০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন এনবিজি এয়ার কার্গো লিমিটেডের মালিক আমিনুল ইসলাম লালু।

সিআইডি বলছে, তিনদিনের রিমান্ডে থাকা লালুর বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার প্রস্তুতি চলছে।

আমিনুল ইসলাম লালু। রাজধানীর উত্তরার আশকোনার একটি ভবনে গড়ে তুলেছিলেন এনবিজি এয়ার কার্গো লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। সুন্দর সাজানো গোছানো এই অফিস থেকেই চলতো তার প্রতারণার জাল।

প্রথমে দেশের নানা প্রান্ত থেকে স্বল্প শিক্ষিত চাকুরি প্রার্থীদের ডাকা হতো অফিসে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালসহ এয়ার কার্গোতে বিভিন্ন পদে চাকরির লোভনীয় অফার দেয়া হতো। পদ ভেদে নেয়া হতো মোটা অঙ্কের টাকা। এমনকি সিভি দেয়ার কয়েকদিন পরই চাকরি হয়ে গেছে বলে ভুয়া আইডি কার্ডও দেয়া হতো।

বাড়িওয়ালা জানান, বছর খানেক আগে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। তবে এ ধরনের প্রতারণা করতেন তা তিনি জানতেন না।

লালুর প্রতারণার কৌশল বেশ ভিন্ন। যাদের কাছ থেকে টাকা নিতেন বিশ্বাস অর্জনের জন্য অফিসের পাশেই থাকা খাওয়ার ব্যবস্থা ছিলো। এমনকি চলতো প্রশিক্ষণ কার্যক্রম।

গ্রেপ্তারের পর লালু ৩ দিনের রিমান্ডে আছেন। তার টাকার সন্ধানে সিআইডি কাজ করছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার। প্রতারক চক্রের অন্য সদস্যদেরও সিআইডি খোঁজ করছে বলেও জানান রেজাউল হায়দার।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে